James is one of the greatest Bangladeshi singer-songwriter, guitarist, and composer, and a playback singer who was born on 2 October 1964, in Naogaon, Bangladesh. His full name is Faruq Mahfuz Anam. He is the son of Mojammel Haque and Jahanara Khatun. James is the lead singer, songwriter, and guitarist of the famous Bangladeshi rock band Nagar Baul. Some of the hit albums of James are Ananya (1989), Palabe Kothay (1995), Dukhini Dukkho Korona (1997), Thik Achhe Bondhu (1999), etc. He is an award-winning singer and also sang in four Bollywood films. The films are Gangster (2006), Woh Lamhe (2006), Life in a Metro (2007), and Warning (2013).
Over the years James has sung many songs. Some of the most popular songs of James are Bangladesh, Maa, Baba, Mirabhai, Jedin Bondhu Chole Jabo, Taray Taray, Kobita Tumi Shopnocharini, Guru Ghor Banaila Ki Diya, Pagla Hawa, Likhte Parina, etc.
List Of 10 Best Songs Of Jamas With Lyrics
1. Bangladesh
তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজায় কবিতায়
আছো সরোয়ার্দী,শেরেবাংলা, ভাসানীর শেষ ইচ্ছায়
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুনে জ্বলা জ্বালাময়ী সে ভাষন
তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন,
তুমি ছেলে হারা মা জাহানারা ঈমামের একাত্তরের দিনগুলি
তুমি জসীম উদ্দিনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি,
তুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রান
তুমি শহীদ মিনারে প্রভাত ফেরীর, ভাই হারা একুশের গান,
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম্ শীর
তুমি রক্তের কালিতে লেখা নাম, সাত শ্রেষ্টবীর
তুমি সুরের পাখি আব্বাসের, দরদ ভরা সেই গান
তুমি আব্দুল আলীমের সর্ব্নাশা পদ্মা নদীর টান।
তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার
তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের, শাণীত চুরির ধার
তুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রঙ তুলীর আছড়
শহীদুল্লা কায়সার, মুনীর চৌধুরীর নতুন দেখা সেই ভোর।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,
জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি।
আমার প্রানের বাংলা, আমি তোমায় ভালোবাসি
প্রানের প্রিয় মা তোকে, বড় বেশী ভালোবাসি।
2. Maa
দশ মাস দশ দিন করে গর্ব ধারন
কষ্টের তীব্রতায় করেছো আমায় লালন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলো
জন্মান্তরের বাধঁন কোথা হারালো?
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেদেঁছি আর কাঁদতে পারিনা
মায়ের কোলে শুয়ে হারানো সেই সুখ
অন্য মুখে খঁজে ফিরি সেই প্রিয় মুখ
অনেক্ ঋনের জালে মাগো বেধেছিলে তাই
বিষাদের অভয়ারন্যে ভয় তবু পাই
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখ পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেদেঁছি আর কাঁদতে পারিনা
সবাই বলে ঐ আকাশে লুকিয়ে আছে
খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা?
ভোরের তারা রাতের তারা মাকে জানিয়ে দিস
অনেক কেদেঁছি আর কাঁদতে পারিনা
3. Baba
ছেলে আমার বড় হবে মা কে বলতো সে কথা
হবে মানুষের মত মানুষ এক লেখা ইতিহসের পাতায়
নিজ হাতে খেতে পারতামনা
বাবা বলতো ও খোকা
যখন আমি থাকবোনা , কি করবিরে বোকা?
এ তো রক্তের সাথে রক্তের টান
স্বর্থের অনেক উর্ধ্বে
হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম
মাথায় আকাশ ভেঙ্গে পড়লো
বাবা কতোদিন কতোদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতো রাত কতো রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়।
চশমাটা তেমনি আছে, আছে লাঠি ও পান্জাবি তোমার
ইজি চেয়ারটাও আছে, নেই সেখানে অলস দেহ শুধু তোমার
আযানের ধ্বনি আজও শুনি, ভাঙ্গাবেনা ভোরে ঘুম জানি
শুধু শুনিনা তোমর সেই দরাজ কন্ঠে পড়া পবিত্র কোরআনের বানি।
বাবা কতোদিন কতোদিন দেখিনা তোমায়
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতো রাত কতো রাত দেখিনা তোমায়
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়
4. Mirabhai
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা
মীরাবাই
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
মীরাবাই
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে দেহ ঝোঁকা না
বাঁকা ঠোঁটের হাসিতে
হরিনি চোখের ইশারায়
সারা অংগে ঢেউ তুলিয়া
থমক থমক কোমর দোলাইয়া
মীরাবাই
হেই ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে দেহ ঝোঁকা না
বুনো ফুলের সুবাসে
বিরহী মনের কামনায়
সারা জলসায় মাতাম উঠাইয়া
ঝনন ঝনন ঘুঙুর বাজাইয়া
মীরাবাই
হে ঝাকানাকা ঝাকানাকা ঝাকানাকা দেহ দোলানা
মন বলে মন বলে মন বলে দেহ ঝোঁকা না
মীরাবাই
হেইলা দুইলা হেইলা দরবার নাচায়
5. Jedin Bondhu Chole Jabo
যেদিন বন্ধু চলে যাবো
চলে যাবো বহুদূরে
ক্ষমা করে দিয়ো আমায়
ক্ষমা করে দিয়ো
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধুই তোমাদের
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধুই তোমাদের
চোরা সুরের টানেরে বন্ধু
মনে যদি ওঠে গান
গানে গানে রেখো মনে
ভুলে যেও অভিমান
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধুই তোমাদের
ভরা নদীর বাঁকে রে বন্ধু
ঢেউয়ে ঢেউয়ে দোলে গান
চলে যেতে হবে ভেবে
কেঁদে উঠে মন প্রান
যেদিন বন্ধু চলে যাবো
চলে যাবো বহুদূরে
ক্ষমা করে দিয়ো আমায়
ক্ষমা করে দিয়ো
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধুই তোমাদের
মনে রেখো কেবল একজন ছিলো
ভালোবাসতো শুধুই তোমাদের
6. Taray Taray
সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার
ক্যামেলিয়া হাতে এই সন্ধায়
ভালোবেসে যতখুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার
জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার
7. Kobita Tumi Shopnocharini
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন,
যতদূর জানে এ ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা মনের বাঁধন।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা,
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল।
কবিতা,
তুমি স্বপ্নচারিণী হয়ে খবর নিও না
কবিতা,
এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা,
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল, পদ্ম পাতার জল..
8. Guru Ghor Banaila Ki Diya
গুরু ঘর বানাইলা কি দিয়া
দরজা জানালা কিছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
এই ঘরেতে আমি ছাড়া আর থাকেনা কেহ
পোকা মাকড় খাইয়া গেলো সুন্দর ওই দেহ
তোমার কাছে চাইরে পানা
কইরনা কইরনা মানা
কই গুরু কান্দিয়া কই গুরু কান্দিয়া
ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া
দরজা জানালা কিচ্ছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
আমার রূহ আমার মাঝে নাইত এখন গুরু
করতে হবে আজ থেকে হায় নতুন জীবন শুরু
রোজ কেয়ামত আসবে কবে
সাজার মেয়াদ শেষ কি হবে
মুক্তিরও স্বাদ নিয়া ,মুক্তিরও স্বাদ নিয়া
ঘর বানাইলা কি দিয়া
গুরু ঘর বানাইলা কি দিয়া
দরজা জানালা কিচ্ছু নাই
ক্যামনে তোমায় দেখতে পাই
গুরু ঘর বানাইলা কি দিয়া
9. Pagla Hawa
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
চন্দ্র গেছে দুর পরবাসে
তারা জ্বলেনি ঐ আকাশে
মাটির পিদিম নিভে গেলে
বন্ধুরে দেখবো কি করে !!
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে !!
বিজলী চমকালো না এসে
জোনাকগুলো নেইকো পাশে
পিদিমরে তুই নিভে গেলে
বন্ধুরে চিনবো কি করে !!
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
পাগলা হাওয়ার তরে
মাটির পিদিম নিভু নিভু করে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
ওরে ওরে হাওয়া থামনা রে
বন্ধু আসছে বহুদিন পরে
হে পাগলা হে হাওয়া হে পাগলা
বন্ধু আসছে বহুদিন পরে
10. Likhte Parina
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া,
কি যে যন্ত্রনা এই পথচলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে, তুমি জানোনা…
হারানো দিনগুলিতে ছিলে তুমি জড়িয়ে,
এই মনের সীমান্তে ছিল সুখ ছড়িয়ে…
কি যে যন্ত্রনা এই পথচলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে, তুমি জানোনা…
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া…
আকাশে চাঁদ ছিল একা, পাহাড়ি ঝর্ণা ঝরা,
তাদের মনেতে ব্যথা ছিল কিনা বুঝিনি…
সে ব্যথা বোঝার আগে, হারিয়ে তোমাকে,
তোমাকে হারিয়ে বেদনা ঝরেছে হৃদয়ে…
কিযে বেদনা তুমি বোঝনা,
তোমাকে ভুলে থাকা কোনদিন বুঝি হল না…
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া,
কি যে যন্ত্রনা এই পথচলা,
বিরহ স্মৃতি তোমাকে ঘিরে, তুমি জানোনা…
লিখতে পারিনা কোন গান আজ তুমি ছাড়া
ভাবতে পারিনা কোন কিছু আর তুমি ছাড়া…