Best Sad Songs Of Bangladesh

Last Updated on May 20, 2021 by

When we are out of sorts, in a dilemma, or unhappy, listening to music can provide us emotional support and can act as a mood stabilizer. The sad songs are the best option for people who are in depression. Research from various studies showed that sad songs are a catharsis inducer and also remove the negative emotion from our mind.    

There are many sad songs available in Bangladesh. Some of the best sad songs of Bangladesh are O Bondhu Tumi Sunte Ki Pao, Ami Aaj Akasher Mato Ekela, Baro Eka Laage, Ei Meghla Dine Ekla, Kobitay Bolechile, Amay Proshno Kore Nil Dhrubo, Apitaf, Cholo Bodle Jai, Firiye Dao, Ei Bristi Veja Raate, etc.  

List Of Best Sad Songs

1. O Bondhu Tumi Sunte Ki Pao

গারে সানি সা রে রে

গারে সানি পা

নিসা নিসা রে পা গা রে

গারে সানি পানি সারে

পাগা রেসা নিসা রেগা

সারে সারে রেগা রেগা

গাপা গাপা পানি সারে

ও বন্ধু তুমি শুনতে কি পাও

ও বন্ধু তুমি শুনতে কি পাও

এই গান আমার ও এ গান আমার

এই গান আমার ও এ গান আমার

ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

এই গান আমার ও এ গান আমার

এই গান আমার ও এ গান আমার

ও বন্ধু তুমি শুনতে কি পাও

ও বন্ধু তুমি শুনতে কি পাও

এই গান আমার ও এ গান আমার

এই গান আমার ও এ গান আমার

জানি না কোথায় আছো

তুমি কত দূরে

আমার এ মনের কথা

যায় ভেসে সুরে (x2)

যদি পার সামনে এসো

কাছে এসে ভালোবাসো

যদি পার সামনে এসো

কাছে এসে ভালোবাসো

বুঝো নাকি ভালোবাসা করে হাহাকার

ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার

এই গান আমার ও এ গান আমার

ও বন্ধু তুমি শুনতে কি পাও

ও বন্ধু তুমি শুনতে কি পাও

এই গান আমার ও এ গান আমার

এই গান আমার ও এ গান আমার

কেনো এই লুকোচুরি

কি কারণে জানি না

কাছে যেতে চাই তবু কেনো

যেতে পারি না (x2)

বলনাকো কার ভুলেতে

দেখা তুমি চাও না দিতে

বলনাকো কার ভুলেতে

দেখা তুমি চাও না দিতে

বলো কবে দুটি মন হবে একাকার

ছুঁয়ে যাবে এ সুর হৃদয়ে তোমার

এই গান আমার ও এই গান আমার

এই গান আমার ও এই গান আমার

ও বন্ধু তুমি শুনতে কি পাও

ও বন্ধু তুমি শুনতে কি পাও

এই গান আমার ও এই গান আমার

ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

ছুঁয়ে যাবে এই সুর হৃদয় তোমার

এই গান আমার ও এই গান আমার

2. Ami Aaj Akasher Mato Ekela

আমি আজ আকাশের মতো একেলা

কাজল মেঘের ভাবনায়

বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়

আমি আজ আকাশের মতো একেলা

একেলা, একেলা

সজল উদাস বায়ে বুকের কাছে

স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে

সজল উদাস বায়ে বুকের কাছে

স্মরণের তারাগুলি ঘুমায়ে আছে

বিলাপের ভাঙা সুর ভেঙে গেছে আঁধার বীণায়

কাজল মেঘের ভাবনায়

বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়

আমি আজ আকাশের মত একেলা

একেলা, একেলা

দু’টি গান, দু’টি প্রাণ, দু’টি মন

এই নিয়ে দু’জনার এ ভুবন

দু’টি গান, দু’টি প্রাণ, দু’টি মন

এই নিয়ে দু’জনার এ ভুবন

এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন

সে সাধ অতীত আজ কাঁদে নিরালা

নিয়ে শুধু বিরহের দহন জ্বালা

সে সাধ অতীত আজ কাঁদে নিরালা

নিয়ে শুধু বিরহের দহন জ্বালা

চকিত আলোয় তার আঁখি মোর দিশা যে হারায়

কাজল মেঘের ভাবনায়

বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়

আমি আজ আকাশের মত একেলা

একেলা, একেলা

3. Baro Eka Laage

বড় একা লাগে এই আঁধারে

মেঘের খেলা আজ আকাশ পাড়ে

মেঘের খেলা আজ আকাশ পাড়ে

বড় একা লাগে এই আঁধারে

বড় একা লাগে এই আঁধারে

মেঘের খেলা আজ আকাশ পাড়ে

সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি

সারাটি দিনের কাজে কি জানি কি ভেবে আমি

কেমনে ছিলেম ভুলে এই বেদনাকে

কে যে বলে দেবে এই আমাকে

কে যে বলে দেবে এই আমাকে

মেঘের খেলা আজ আকাশ পাড়ে

এই তো ভালো ভাবি একা ভুলে থাকা

এই তো ভালো ভাবি একা ভুলে থাকা

থাক না পড়ে পিছে এই পিছু ডাকা

চেনা অচেনাতে যাক না মিশে

চেনা অচেনাতে যাক না মিশে

মেঘের খেলা আজ আকাশ পাড়ে

বড় একা লাগে এই আঁধারে

মেঘের খেলা আজ আকাশ পাড়ে

4. Ei Meghla Dine Ekla

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনাতো মন,

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ।

যুথি বনে ওই হাওয়া

করে শুধু আসা যাওয়া।

হায় হায়রে দিন যায়রে

ভরে আঁধারে ভুবন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ।

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনা তো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ।

শুধু ঝরে ঝর ঝর

আজ বারি সারাদিন,

আজ যেন মেঘে মেঘে

হলো মন যে উদাসীন।

আজ আমি ক্ষণে ক্ষণে

কি যে ভাবি আনমনে।

তুমি আসবে ওগো হাসবে

কবে হবে সে মিলন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ।

এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনাতো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ।

5. Kobitay Bolechile

কবিতায় বলেছিলে….

চন্দ্ররাতে তুমি আসবে কাছে

এর পর কেটে গেছে

কত না ভরা পূর্নিমা

স্বপ্নেতে বলেছিলে..

বৃষ্টি এলে ডাকবে কাছে..

এর পর হয়ে গেছে কতনা বর্ষা ধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে

ভালবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ

কত শত নীল বেদনা

কবিতায় বলেছিলে

চন্দ্ররাতে তুমি আসবে কাছে

জানালার শার্সিতে, বেদনার আরশিতে

হতাশার জলছায়া ভাসে

মনের উঠোন জুড়ে বিষাদের সাত্সুরে

কষ্ঠের শেষ হাসি হাসে

বলেছিলে এক নদী দুঃখ হলে

ভালবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ

কত শত নীল বেদনা

কবিতায় বলেছিলে

চন্দ্ররাতে তুমি আসবে কাছে

বিশাদেন আরাধনা কষ্টের আল্পনা

এই মনে চিরস্থায়ী আজ

রংতুলি জলছবি ভালবাসা ভুল সবি

ছলনার সাধে প্রতি ভাজ

বলেছিলে এক নদী দুঃখ হলে

ভালবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ

কত শত নীল বেদনা

কবিতায়েঃ বলেছিলে

চন্দ্ররাতে তুমি আসবে কাছে

এর পর কেটে গেছে

কত না ভরা পূর্নিমা

স্বপ্নেতে বলেছিলে

বৃষ্টি এলে ডাকবে কাছে

এর পর হয়ে গেছে কতনা বর্ষা ধারা

বলেছিলে এক নদী দুঃখ হলে

ভালবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ

কত শত নীল বেদনা

বলেছিলে এক নদী দুঃখ হলে

ভালবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ

কত শত নীল বেদনা

বলেছিলে এক নদী দুঃখ হলে

ভালবাসবে এই আমাকে

চেয়ে দেখো এই বুকে আজ

কত শত নীল বেদনা

6. Amay Proshno Kore Nil Dhrubo

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা,

রব দিশাহারা।

জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু

পথ খুঁজে কেটে গেল

এ জীবন সারা, এ জীবন সারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা,

রব দিশাহারা।

কারা যেন ভালবেসে আলো জ্বেলেছিলো

সূর্যের আলো তাই নিভে গিয়েছিলো (x2)

নিজের ছায়ার পিছে ঘুরে ঘুরে মরি মিছে

একদিন চেয়ে দেখি আমি তুমি হারা,

আমি তুমিহারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রব দিশাহারা,

রব দিশাহারা।

আমি পথ খুঁজি নাকো, পথো মোরে খোঁজে

মন যা বোঝে না বুঝে, না বুঝে তা বোঝে (x2)

আমার চতুরপাশে সব কিছু যায় আসে

আমি শুধু তুষারিত গতিহীন ধারা,

গতিহীন ধারা।

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা

আর কত কাল আমি রবো দিশাহারা,

রবো দিশাহারা।

7. Apitaf

বৃষ্টি নেমেছে আজ আকাশ ভেঙ্গে

হাঁটছি আমি মেঠো পথে

মনের ক্যানভাসে ভাসছে তোমার ছবি

বহুদিন তোমায় দেখি না যে

তোমায় নিয়ে কত স্বপ্ন আজ কোথাও হারায়

পুরোনো গানটার সুর আজ মোরে কাঁদায়

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর

বহুদূর

সাদাকালো এ জীবনের মাঝে

রঙ্গীন ছিলে তুমি শুধু

তোমায় নিয়ে লেখা কত কবিতায়

দিয়েছিলাম কত সুর

আজ আমার হাতের মুঠোয় নেই যে তোমার হাত

ভোরের আলো ফুটবে কখন

ভেবেছি কত রাত

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

আমি তো বসেছিলাম নিয়ে সেই গানের সুর

তুমি তো দিয়ে ছিলে মোরে কৃষ্ণচূঁড়া ফুল

চলে গেছ কোথায় আমায় ফেলে বহুদূর

বহুদূর

যুদ্ধ শেষে আজ ঘরে ফিরে

দেখি নেই তুমি যে পাশে

ভেবেছিলাম তুমি থাকবে দাঁড়িয়ে কৃষ্ণচূঁড়া ফুল হাতে

তবে কি যুদ্ধে গেলাম তোমায় হারাতে?

এপিটাফের লেখাগুলো পড়ি ঝাপসা চোখে

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল

তুমি তো গেয়েছিলে সেই নতুন গানের সুর

আমি তো দিয়েছিলাম তোমায় কৃষ্ণচূঁড়া ফুল

তবে কেন গেলাম আমি চলে তোমায় ফেলে বহুদূর

8. Cholo Bodle Jai

সেই তুমি, কেন এত অচেনা হলে?

সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?

কেমন করে এত অচেনা হলে তুমি?

কীভাবে এত বদলে গেছি এই আমি?

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে

চলো বদলে যাই

তুমি কেন বোঝনা?

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি, কেন এত অচেনা হলে?

সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?

কেমন করে এত অচেনা হলে তুমি?

কিভাবে এত বদলে গেছি এই আমি?

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে

চলো বদলে যাই

তুমি কেন বোঝনা?

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

কত রাত আমি কেঁদেছি

বুকের গভীরে কষ্ট নিয়ে

শূণ্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝনা?

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

যতবার ভেবেছি ভুলে যাবো

তারও বেশি মনে পড়ে যায়

ফেলে আসা সেইসব দিনগুলো

ভুলে যেতে আমি পারিনা

তুমি কেন বোঝনা?

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি, কেন এত অচেনা হলে?

সেই আমি, কেন তোমাকে দুঃখ দিলেম?

কেমন করে এত অচেনা হলে তুমি?

কিভাবে এত বদলে গেছি এই আমি?

ও বুকেরই সব কষ্ট দু’হাতে সরিয়ে

চলো বদলে যাই

তুমি কেন বোঝনা?

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

9. Firiye Dao

নিঃস্ব করেছ আমায়

কি নিঠুর ছলনায়

তুমি হীনা এ হৃদয় আমার

একাকী অসহায় (x2)

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায়

বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও,

আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও,

হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না

আমার হৃদয় জুড়ে শুধু তুমি ছিলে

যত সুখ ছিল মনে কেন মুছে দিলে

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায়

বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও,

আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও,

হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না

অকারণ অভিমানে তুমি চলে যেও না

মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না

পেয়ে হারানোর বেদনায়

পুড়ে চলেছি সারাক্ষণ

কেন তুমি মিছে মায়ায়

বেঁধেছিলে আমায় তখন..

ফিরিয়ে দাও,

আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও

ফিরিয়ে দাও,

হারানো দিনগুলো এ ভাবে চলে যেও না 

10. Ei Bristi Veja Raate 

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না,

চাঁদ কেন আলো দেয় না?

পাখি কেন গান গায় না?

তারা কেন পথ দেখায় না?

তুমি কেন কাছে আসো না?

সমুদ্রের ঝড়ো হাওয়া বলে

তারা তোমাকে চায়,

তারা তোমাকে চায়,

পাখি মৃদু কন্ঠে বলে

তারা তোমাকে চায়,

তারা তোমাকে চায়..

এই শরতেরই সন্ধ্যায় তুমি নেই বলে

সময় আমার কাটে না,

কাশফুল কেন ফোটে না?

ছুঁয়ে ছুঁয়ে যায় না,

মেঘের ভেলায় ভাসেনা

ভেসে তুমি কেন আসো না?

ঝরে যাওয়া সব অশ্রু বলে

তারা তোমাকে চায়,

তারা তোমাকে চায়,

হৃদয়ে যত অনুভূতি আছে

তারা তোমাকে চায়,

তারা তোমাকে চায়..

এই বসন্তেরই সন্ধ্যায় তুমি নেই বলে

সময় আমার কাটে না,

এ পৃথিবী হাসে না

হৃদয়ে দোলা দেয়না,

আবেশে জড়ায়না

তুমি কেন কাছে আসোনা?

এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে

সময় আমার কাটে না,

চাঁদ কেন আলো দেয় না?

পাখি কেন গান গায় না?

তারা কেন পথ দেখায় না?

তুমি কেন কাছে আসো না?