Best Songs Of Black Bangladesh

Black is a very popular Bangladeshi rock band and it was formed in 1998 in Dhaka. This band was formed by Jon Kabir, Mushfeque Jahan, Mahmudul Karim Miraz, Tony Vincent, and Tahsan Rahman Khan. Jon Kabir was the lead singer of this band. The debut album of Black is আমার পৃথিবী (Amar Prithibi) and it was released in 2002. Black was one of the key rock bands of the 2000s in Bangladesh.

Some of the best songs of Black are Utshober Por, Ondho, Amar Prithibi, Gohine, Kothay, Ajo, Ekhono, Manush Pakhir Gaan, Obhiman, Kobor, Amra, Prarthonad, Attokendrik, Ekjon, Na Thaka Jibon.

List Of Studio Albums Of Black

  • আমার পৃথিবী (Amar Prithibi) (2002)
  • উৎসবের পর (Utshober Por) (2003)
  • আবার (Abar) (2008)
  • Black (2011)
  • ঊনমানুষ (Unomanush) (2016)

Members Of Black Band

Present Members

  • Rubayet Chowdhury – vocals, rhythm guitars (2015–present)
  • Mushfeque Jahan – lead guitars (1998–present)
  • Tony Vincent – drums, percussion, backing vocals (1998–present)
  • Charles Francis – bass (2014–present)
  • Farhan Tanveer – drums (2018–present)

Past Members

  • Jon Kabir – vocals, guitars (1998–2012)
  • Ahsan Titu – bass (2011-2014)
  • Ashifur Rahman Chowdhury- vocals, guitars (2013–2014)
  • Mashuk Islam Khan- vocals (2012)
  • Tahsan Rahman Khan – vocals, keyboards (2000-2005)
  • Mahmudul Karim Miraz – bass (2001-2005)
  • Shahriar Sagar – bass (2006-2010)
  • Tamzid Siddiq Spondon – bass (1998–2000)
  • Asif Haque – guitars (1998-1999)

Best Songs Of Black With Lyrics

1. Utshober Por

এখানে এসে দাঁড়ালে মনে পড়ে যাবে?

বুকের ভিতর হাওয়া ঘুরে উঠবে আবার;

এখন রাস্তায় জমে আছে শুকনো পাতা,

দিয়েছে ঢেকে হারানো পায়ের ছাপ।

সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ

হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?

এখন ফিরে এসেছে সে।

দু’পাশে আলোর মতন ফুটছিল এক মুখ!

একাকী অন্য জীবনে কেউ হারিয়ে যাচ্ছিল,

হারিয়ে যাওয়ার আগে শেষবার দেখছিল

তারপর দীর্ঘ ঘুমে অচেতন,

কে যেন ডাক দিল আবার ফিরে যেতে।

সেদিনের উৎসবে আলোয় অজস্র মুখ

হৃদয়ে শান্তির নীল স্রোত বইছিল?     

2. Ondho

ফিরে যেতে চাই তোমার ভেতরে

মুখোশগুলো ফেলে রেখে

আমাকে টেনে নাও

এখনও পাইনি খুজে কিছু

এখনও আড়ালে সে…

সব কিছু দেখে

অন্ধ হয়েছি

মিথ্যার কলমে সত্য লিখে

বসে থাকি সবার সাথে

এখনও পাইনি খুজে কিছু

এখনও আড়ালে…

3. Amar Prithibi

ছায়ারা সরে যাবে, জানি সূর্য উঠবে

মৃত সব গাছের নিচে আগুন জ্বলবে

বুকের গভীরে নদী, কুয়াশা কুয়াশা

পাথরের উপর বসে দেখছি এ সবই

তাকিয়ে আছে মৃত্যুর এপারে

জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি

সাদা রোদে ভাসছে সবই

পায়ে পায়ে ফিরে আসি আবার

নিভৃতে বুনি দুঃখের গান

অনন্ত আগুনে পোড়ে অনিদ্র চোখ

আমার বিবেক পোড়ে সূর্যের নিচে

তাকিয়ে আছে মৃত্যুর এপারে

জীবনের সুতীব্র উল্লাস দেখি আমি

সাদা রোদে ভাসছে সবই

4. Gohine

এখন মোহে দুবে আছি , 

হৃদয়ে দুঃখ নেই জেনে । 

তোমার উষ্ণতায় … হারিয়েছি , 

শব্দ আর কামনার ঘোর …। 

বাতাসের হাত ধরে জলের কিনারা খুজি , 

আকাশের চাইতেও অনেক দূরে  । 

একদিন হারিয়েছো অনেক  গহিনে,  

যেখানে আসবেনা কেউ খুজতে তোমাকে । 

চাঁদের আলোয় ওখানে আজ মরিচিকার ঢেউ । 

টুকরো হয়ে গেছে আমাদের মন , 

আগের মত ফেরে না কাছে ।

5. Kothay

শহর ছাড়িয়ে দূরে

আরো দূরে,

লাল মাটি বুনো পথ

তোমার চিহ্ন পাবো?

আমিতো খুঁজছি কিছু মানবিক বোধ…

বৃষ্টিতে ধুয়ে যাক

পাথর ঘর,

রাত যেন নামে

তার অন্ধকার নিয়ে।

ফুলের জন্মে নেই তুমি

সূর্য্যের মৃত্যুতেও,

নেই তুমি জলে

আছো হৃদয়ে।

আমিতো খুঁজছি কিছু মানবিক বোধ…

বৃষ্টিতে ধুয়ে যাক

পাথর ঘর,

রাত যেন নামে

তার অন্ধকার নিয়ে।

6. Ajo

আমাদের আকাশে পাখিরা ওড়ে

দিকচিহ্নহীন ভাবে

আজও……

আলো পেয়েও যেন অন্ধকারই চায়

কীসের কি অন্ধ হতাশায় সবাই

আজও……

এভাবে বেঁচে আছি সবাই কেমন করে?

কিছুই না বুঝে

আজও…

এখনও

কেন

সবাই এরকম?

আসো, দ্যাখো, শোনো, বোঝো……

7. Ekhono

আমার এই আঁধার আমার কবিতা

সময়ের পাতায় যা লিখে চলি

ছিল সবই তোমার আছে আজও তোমার

আঁধারের নির্জনতায়।

এই নির্ঘুম রাতে একা আমি

জানালার পাশে দাঁড়িয়ে

চিৎকার করে বলতে চাই তোমায় আমি

ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি

এখনও শুধু তোমায় ভালবাসি।

আমার এই ভোরের আলোয় ছুটে চলা

শুধুই কল্পনায় ছুঁতে চাওয়া

তুমি রাতের আঁধার ঘিরে এলে

তুমি আমার ভোরের আলোয় পাওয়া,

অন্তহীন এ পথে

এই ভোরের স্তব্ধতা ভেঙ্গে দিয়ে

লাল আকাশে চির ধরিয়ে

চিৎকার করে বলতে চাই তোমায় আমি

ভালোবাসি শুধু তোমায় ভালোবাসি

এখনও শুধু তোমায় ভালবাসি।

8. Manush Pakhir Gaan

এবার মুখোমুখি হলে কি কথা হবে?

কী মিথ্যের স্বপ্ন সাজাবে?

এর চে’ বরং দুজনেই চুপচাপ থাকি

যেন দুটি পাখি

উড়ে যাও না কেন?

এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

উড়ে যাও না কেন?

এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

আমার ভেতরে বৃষ্টির শব্দ শুনি

বৃষ্টির রাতে পাখিরা কোথায় থাকে

জান নাকি তুমি? কোথায় লুকায় তারা

উড়ে যাও না কেন?

এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

উড়ে যাও না কেন?

এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

কেন?….কেন?……

উড়ে যাও না কেন?

এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

উড়ে যাও না কেন?

এভাবে ডানা ভেঙ্গে বসে থাকা কেন?

কেন?……কেন?……

9. Obhiman

স্বগত লগ্নে জমাট স্তব্ধতা

ঘুম পেলে ক্ষতি কি?

তোমার চোখে গভীর বিশ্বাস

হারালে ক্ষতি কি?

কেবলই অভিমানের রাত

তবে কেন প্রতীক্ষা?

ক্ষয়া চোখে ভুলের বিন্যাস

নিভু স্বপ্নবাতিটা

আমাকে তুমি জাগিয়ে

একা কেন ঘুমালে?

আমাকে এড়িয়ে তোমার আকাশে

কবে ফুল ঝরেছে বলো?

তোমার চারুগৃহ কেন যে খুলে যায়

দেয়ালে মাথা কোটে ধূসর আঁধার

দু’চোখ অন্ধের উপড়ে ফেলো তুমি

মাতাল ভাঁড় হোক সঙ্গী তার

আমাকে তুমি জাগিয়ে

একা কেন ঘুমালে?

আমাকে এড়িয়ে তোমার আকাশে

কবে ফুল ঝরেছে বলো?

10. Kobor

অমন আঁধার সিঁড়ি নেমে আসে নীচে

সিমেন্ট মেঝের ওপর চাঁদের চিৎকার

ছায়া পড়ে নীল ছায়া পড়ে লাল

বাতাসের ঘূর্ণিতে মেয়েলি প্রলাপ বলে-

“চিৎকার করে কি চাও তুমি?”

উত্তর নেই, সব চুপচাপ

বাতাসে কাঁপে ঘাস

চাঁদের ইঙ্গিত ওপরে

লাল নীল মেঘ

সামান্য বিস্ময় প্রকাশে

মৃত চিল ও শেষ ডানা

অপরাপর লেনদেন আর সবকিছু শেষ

এসব মুগ্ধ হল কাল্পনিক ডানার উষ্ণতায়

চিৎকার করে বল তুমি

সবশেষে সেই নীল লাল

স্বর্গের অদৃশ্য সিঁড়ি

শেষ রাতে মৃত্যুর পর

মৃত গাছের নীচে- কবর।

11. Amra

দুজনকে আজ মনে হয় দু’গ্রহের

তোমার জীবনের স্রোত ভীষণ পৃথক

ছুটে যেতে চাই দূরে

অথচ তোমাকে এড়াতে পারি না

তবু খুঁজি জীবনের এ সময়ে

ভাবি, তোমার স্পর্শে সুখী হবো

অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে

লুকাতে চাই অদৃশ্য পাখির মতো

আমি!

কখন সময় হবে দূরত্ব বাড়াবার?

আমি এসবের শেষ কথা জানি

কখন সেই আলোয় মুখোমুখি হলে

কেউ কারো মুখ চিনবে না?

তবু খুঁজি জীবনের এ সময়ে

ভাবি, তোমার স্পর্শে সুখী হবো

অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে,

লুকাতে চাই অদৃশ্য পাখির মতো

আমি!

আমি

তবু খুঁজি জীবনের এ সময়ে

ভাবি, তোমার স্পর্শে সুখী হবো

অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে

লুকাতে চাই অদৃশ্য পাখির মতো

তবু খুঁজি জীবনের এ সময়ে

ভাবি, তোমার স্পর্শে সুখী হবো

অথচ ওই চোখে ঘৃণার আগুন দেখে

লুকাতে চাই অদৃশ্য পাখির মতো

আমি!

12. Prarthonad

আমার এ জীবনটাকে আমি

বুঝতে পেরেও বুঝে উঠিনি

আমি কি তোমার তুলির আঁচড় শুধু?

তোমার রঙের খোরাক শুধু?

আর লাল রঙের তুলিতে

রাঙিও না আমার জীবন

আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে

দুঃস্বপ্ন তুমি আর এঁকো না

চাইনা ঘৃণা করতে তোমাকে

চাই শুধু তোমাকে প্রার্থনায়

আমি …

পুরোনো চাদর পশ্চিমে

বিছিয়ে আমি একা বসে

তোমার তরে আমার প্রার্থনা

তোমার তরে আমার আর্তনাদ।

আর লাল রঙের তুলিতে

রাঙিও না আমার জীবন

আমার আঁকা স্বপ্নগুলো ছিড়ে ফেলে

দুঃস্বপ্ন তুমি আর এঁকো না

চাইনা ঘৃণা করতে তোমাকে

চাই শুধু তোমাকে প্রার্থনায়

আমি …

13. Attokendrik

ঘড়িতে এখন কতটা বাজে?

খেয়াল করো ঘড়ির কাঁটা

এখন কোন দিকে

এই গান হয়তো তোমার

কিছু সময় কেড়ে নিবে

সময় কাড়ার আগে

কিছু বলতে চাই আমি তোমাদের

বাঁচো নিজেকে নিয়ে

সময় থাকে না থেমে

বিশাল আকাশের নিচে

জীবন অনেক ছোট্ট

এই রোদ, এই বৃষ্টি

সবই তোমার অর্জন

বৃষ্টি হলে কেঁদো না

রোদ আছে অপেক্ষায়

বাঁচো নিজেকে নিয়ে

সময় থাকে না থেমে

বিশাল আকাশের নিচে

জীবন অনেক ছোট্ট

আমি অনেক দিয়েছি অনেককে

কেড়েও নিয়েছি অনেক কিছু

সবকিছুর অঙ্ক মেলাতে গিয়ে

ফিরে এসেছি নিজের কাছে

বাঁচো নিজেকে নিয়ে

সময় থাকে না থেমে

বিশাল আকাশের নিচে

জীবন অনেক ছোট্ট

বাঁচো নিজেকে নিয়ে

সময় থাকে না থেমে

বিশাল আকাশের নিচে

জীবন অনেক ছোট্ট

জীবন অনেক ছোট্ট

14. Ekjon

এসব ভেবে নির্ঘুম কাটে রাত

উত্তর নেই কেন এই প্রশ্নের, কেন?

“কে আমি?”

এসব ভেবে নির্ঘুম কাটে রাত

উত্তর নেই কেন এই প্রশ্নের?

তুমি খুব ভোরে এখানে এসেছো

দেখছো ম্লান আলোয়

অনেক মানুষ দাঁড়িয়ে নির্বাক জগতে

দেখো পথ গেছে বেঁকে দিগন্ত অবধি

যেখানে ঝরে চাঁদ নীল জোছনার আলো

তুমি খুব রাতে এখানে এসেছো

দেখছো নিয়ন আলোয়

অনেক মানুষ ঘুমিয়ে নির্বাক জগতে

কেন এই প্রশ্ন?

তুমি খুব ভোরে এখানে এসেছো

দেখছো ম্লান আলোয়

অনেক মানুষ দাড়িয়ে নির্বাক জগতে তোমার

তুমি খুব

তুমি খুব ভোরে এখানে এসেছো

দেখছো ম্লান আলোয়

অনেক মানুষ দাড়িয়ে নির্বাক জগতে তোমার

তুমি খুব ভোরে এখানে…

15. Na Thaka Jibon

কিভাবে ভোর হয়?

কিভাবে ফোটে ফুল?

এসব ছায়ার আড়ালে কী রয়?

কেউ কি জানে?

তবু দেখি সবাই হাঁটছে

কুয়াশার ভেতরে

কেউ কারও মুখ চিনছে না

চিনছে না

কিভাবে জেগে থাকে?

কিভাবে বোঝে সব?

এসব না বলা কথা

কেউ জানে নিশ্চই, নিশ্চই

তবু দেখি সবাই হাঁটছে

কুয়াশার ভেতরে

কেউ কারও মুখ দেখছে না

দেখছে না

তবু দেখি সবাই হাঁটছে

কুয়াশার ভেতরে

ভেতরে কেউ কারও মুখ দেখছে

না তবু তবু দেখি

সবাই শূন্যতায় কেমন

ক্লান্ত বিষণ্ণ এই না-থাকা জীবনে

জীবনে …

Hello, I'm Aminul Haque Shahin, the founder of BangladeshUS. BangladeshUS is a culmination of my love for my homeland, aiming to be the premier blog in the country. I meticulously curate information on diverse topics, from travel stories to essential guides, ensuring our readers receive accurate and valuable insights about Bangladesh for free. Join us on this exciting journey of exploration and discovery. Thank you for being a part of our community.
Jump To The Sections