Top 10 Bengali Songs Of All Time

Last Updated on April 18, 2021 by

Bangladesh has a rich culture and the music industry of Bangladesh provides a great amusement to the society. The Bengali songs hold the spirit of Bangladesh’s independence as well as the rebellion side of Bengali people. There are lots of Bengali golden songs available that will give happiness and create impact on you.

Some of the best Bengali songs of all time are Ekusher Gaan, Amar Sonar Bangla, Ami Banglay Gaan Gai, Ei Padma Ei Meghna, Ek Shagor Rokter Bini Moye, Karar Oi Louho Kopat, Khachar Vhitor Ochin Pakhi, Mora Ekti Fulke Bachabo Bole, Tumi Ki Dekhecho Kobhu, Salam Salam Hazar Salam, etc.

List Of Top 10 Bengali Songs Of All Time

  • Ekusher Gaan
  • Amar Sonar Bangla
  • Ami Banglay Gaan Gai
  • Ei Padma Ei Meghna
  • Ek Shagor Rokter Bini Moye
  • Karar Oi Louho Kopat
  • Khachar Vhitor Ochin Pakhi
  • Mora Ekti Fulke Bachabo Bole
  • Tumi Ki Dekhecho Kobhu
  • Salam Salam Hazar Salam   

1. Ekusher Gaan

Ekusher Gaan is also known as the “Amar Bhaier Rokte Rangano Ekushe Februari” and it is a very famous Bengali song that marks the Bengali Language Movement in 1952. Initially, this song was written as a poem and then Abdul Latif put a tone on it. This song is considered as the most influential song of the language movement.    

  • Lyricist: Abdul Gaffar Chowdhury
  • Composer: Altaf Mahmud

Lyrics Of Ekusher Gaan

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি।।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবী

দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,

এমন সময় ঝড় এলো এক খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী

আমার শহীদ ভায়ের আত্মা ডাকে

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।।

2. Amar Sonar Bangla

This is the national anthem of Bangladesh. The lyrics of this song were written by Bengali polymath Rabindranath Tagore in 1905. The melody of the hymn was adopted from the Baul singer Gagan Harkara’s song “Ami Kothay Pabo Tare.” 

  • Lyrics: Rabindranath Tagore
  • Music: Gagan Harkara

Lyrics Of Amar Sonar Bangla

আমার সোনার বাংলা

আমি তোমায় ভালোবাসি।

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস

আমার প্রাণে বাজায় বাঁশি।

ও মা, ফাগুনে তোর আমের বনে

ঘ্রাণে পাগল করে–

(মরি হায়, হায় রে)

ও মা, অঘ্রাণে তোর ভরা খেতে,

(আমি) কি দেখেছি মধুর হাসি।।

কী শোভা, কী ছায়া গো,

কী স্নেহ, কী মায়া গো–

কী আঁচল বিছায়েছ

বটের মূলে, নদীর কূলে কূলে।।

মা তোর মুখের বাণী

আমার কানে লাগে

সুধার মতো–

(মরি হায়, হায় রে)

মা, তোর বদনখানি মলিন হলে

আমি নয়ন জলে ভাসি।। 

3. Ami Banglay Gaan Gai

This is a patriotic song by Bengali poet and composer Pratul Mukhopadhyay and this song was sung by Mahmuduzzaman Babu. 

  • Lyrics: Pratul Mukhopadhyay
  • Singer: Mahmuduzzaman Babu

Lyrics Of Ami Banglay Gaan Gai

আমি বাংলায় গান গাই,

আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় গান গাই,

আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,

আমি বাংলায় বাঁধি সুর

আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর।

বাংলাই  আমার জীবনানন্দ

বাংলা প্রাণের সুখ

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

বাংলাই  আমার জীবনানন্দ

বাংলা প্রাণের সুখ

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা

আমি বাংলায় কথা কই,

আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।

আমি বাংলায় কথা কই,

আমি বাংলার কথা কই

আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই।

আমি বাংলায় মাতি উল্লাসে,

করি বাংলায় হাহাকার

আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার।

বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত তীর ধনুক,

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা

আমি বাংলায় ভালবাসি,

আমি বাংলাকে ভালবাসি

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।

আমি বাংলায় ভালবাসি,

আমি বাংলাকে ভালবাসি

আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি।

আমি যা’কিছু মহান বরণ করেছি বিনয় শ্রদ্ধায়

মেশে তেরো নদী সাত সাগরের জল

গঙ্গায় পদ্মায়

বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

আমি বাংলায় গান গাই,

আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় গান গাই,

আমি বাংলার গান গাই,

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,

আমি বাংলায় বাঁধি সুর

আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর।

বাংলাই  আমার জীবনানন্দ

বাংলা প্রাণের সুখ

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

বাংলাই  আমার জীবনানন্দ

বাংলা প্রাণের সুখ

আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ |

আহা হাহা আহা হাহা আহা হা হা আহা হা হা

4. Ei Padma Ei Meghna

This is a patriotic song sung by Farida Parveen. This song describes the natural beauty of Bangladeshi revers.   

  • Lyricist: Abu Jafar
  • Composer: Abu Jafar
  • Artist: Farida Parveen

Lyrics Of Ei Padma Ei Meghna

এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে

আমার রাখাল মন গান গেয়ে যায়

এই আমার দেশ এই আমার প্রেম।

আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে

কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।

এই মধুমতি ধানসিঁড়ি নদীর তীরে

নিজেকে হারিয়ে যেন পাই ফিরে ফিরে ।।

এক নীল ঢেউ কবিতার প্রচ্ছদ পটে।

আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে

কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।

এই পদ্মা এই মেঘনা এই হাজার নদীর অববাহিকায়

এখানে রমনীগুলো নদীর মত

নদীও নারীর মত কথা কয়।

এই অবারিত সবুজের প্রান্ত ছুঁয়ে

নির্ভয়ে নীল আকাশ বক্ষে নিয়ে

যেন হৃদয়ের ভালবাসা হৃদয়ে ফোটে।

আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে

কত আনন্দ বেদনায় মিলনও বিরহ সংকটে।

5. Ek Shagor Rokter Bini Moye

This is a very famous song that was dedicated for the liberation war patriot of Bangladesh. It emphasizes the sacrifice of the freedom fighters for the liberation of Bangladesh.  

  • Artist: Shopna Ray
  • Lyrics: Gobind Hulder
  • Music: Apel Mahmud  

Lyrics Of Ek Shagor Rokter Bini Moye

এক সাগর রক্তের বিনিময়ে

বাংলার স্বাধীনতা আনলে যারা

আমরা তোমাদের ভুলব না।

দুঃসহ এ বেদনার কণ্টক পথ বেয়ে

শোষণের নাগপাশ ছিঁড়লে যারা

আমরা তোমাদের ভুলব না।

যুগের নিষ্ঠুর বন্ধন হতে

মুক্তির এ বারতা আনলে যারা

আমরা তোমাদের ভুলব না।

কৃষাণ-কৃষাণীর গানে গানে

পদ্মা-মেঘনার কলতানে

বাউলের একতারাতে

আনন্দ ঝংকারে

তোমাদের নাম ঝংকৃত হবে।

নতুন স্বদেশ গড়ার পথে

তোমরা চিরদিন দিশারী রবে।

আমরা তোমাদের ভুলব না।।

6. Karar Oi Louho Kopat

Karar Oi Louho Kopat is a revolutionary song and it was written by Bangladesh’s national poet Kazi Nazrul Islam. This song was widely used during the Liberation War of Bangladesh to boost the confidence of the freedom fighters.

  • Lyrics: Kazi Nazrul Islam
  • Music: Kazi Nazrul Islam    

Lyrics Of Karar Oi Louho Kopat

কারার ঐ লৌহ–কপাট

ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট রক্ত –জমাট

শিকল –পূজার পাষাণ –বেদী!

ওরে ও তরুণ ঈশান!

বাজা তোর প্রলয় –বিষাণ ! ধ্বংস –নিশান

উঠুক প্রাচী –র প্রাচীর ভেদি’।।

গাজনের বাজনা বাজা!

কে মালিক? কে সে রাজা? কে দেয় সাজা

মুক্ত –স্বাধীন সত্য কে রে?

হা হা হা পায় যে হাসি, ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী –

শিখায় এ হীন্‌ তথ্য কে রে?

ওরে ও পাগ্‌লা ভোলা, দেরে দে প্রলয় –দোলা গারদগুলা

জোরসে ধ’রে হ্যাঁচকা টানে।

মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক

মৃত্যুকে ডাক জীবন –পানে।।

নাচে ঐ কাল –বোশেখী, কাটাবি কাল ব’সে কি?

দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি’।

লাথি মার, ভাঙ্‌রে তালা! যত সব বন্দী–শালায়–

আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্‌ উপাড়ি।।

7. Khachar Vhitor Ochin Pakhi

This is a very popular lalon Shonghit sung by Farida Parveen. This song indicates the encrusted heart that wants to discover the beauty of a vagabond soul. This song was written by Lalon Fakir in the magical era of the late 1700s.   

  • Artist: Farida Parveen
  • Lyricist: Fakir Lalon Shah

Lyrics Of Khachar Vhitor Ochin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।

আট কুঠুরী নয়

দরজা আটা মধ্যে মধ্যে

ঝরকা কাঁটা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়ে।

কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।

মন তুই রইলি খাঁচার আসে

খাঁচা যে তোর কাঁচা বাঁশের

কোন দিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়।

8. Mora Ekti Fulke Bachabo Bole

This is a very special song which was sung by Apel Mahmood during the liberation war of Bangladesh. Apel Mahmood is one of the performers of Swadhin Bangla Betar Kendra of Bangladesh in 1971. 

  • Voice: Apel Mahmud
  • Lyricist: Govinda Haldar
  • Composer: Apel Mahmud

Lyrics Of Mora Ekti Fulke Bachabo Bole

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা

যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা

যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা

সারাটি জনম সে মাটির দানে বক্ষ ভরি

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি

মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি

মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি

মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি

যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে

যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে

যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে

সে শান্তির শিবির বাঁচাতে শপথ করি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

9. Tumi Ki Dekhecho Kobhu

This song was sung by legendary singer Abdul Jabbar who was a trendsetter of modern Bangla music. This song was a part of popular film Etotuku Asha which was directed by Narayan Ghosh Mita.  

  • Artist: Abdul Jabbar

Lyrics Of Tumi Ki Dekhecho Kobhu

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়?

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছো কভু?

আমি তো দেখেছি কত যে স্বপ্ন

মুকুলেই ঝরে যায়,

শুকনো পাতার মর্মরে বাজে

কত সুর বেদনায়।

আকাশে বাতাসে নিষ্ফল আশা

হাহাকার হয়ে রয় ..

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছ কভু

জীবনের পরাজয়?

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছো কভু?

প্রতিদিন কত খবর আসে যে

কাগজের পাতা ভরে,

জীবন পাতার অনেক খবর

রয়ে যায় অগোচরে।

কেউ তো জানেনা প্রাণের আকুতি

বারে বারে সে কি চায়,

স্বার্থের টানে প্রিয়জন কেন

দূরে সরে চলে যায়।

ধরণীর বুকে পাশাপাশি তবু

কেউ বুঝি কারো নয় ..

দুঃখের দহনে করুন রোদনে

তিলে তিলে তার ক্ষয়,

তিলে তিলে তার ক্ষয়।

10. Salam Salam Hazar Salam   

This is another very popular Bengali song sung by legendary singer Abdul Jabbar. This song was written by Fazal A Khoda and it had inspired thousands of Bengalis and freedom fighters during the hard time of Bangladesh’s liberation war.

  • Artist: Mohammad Abdul Jabbar
  • Lyricist: Fazal-e-Khoda
  • Composer: Mohammad Abdul Jabbar

Lyrics Of Salam Salam Hazar Salam   

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে

হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান

তাদের বিজয় মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

ভাইয়ের বুকের রক্তে আজি

রক্ত মশাল জ্বলে দিকে দিকে

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাদের নব বারতা

শহীদ ভাইয়ের স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় আনে ফুলের ডালি

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি।

শহীদ স্মৃতি বরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে।।

Jump To The Sections