Best Songs Of Ayub Bachchu Bangladesh

Last Updated on May 18, 2021 by

Ayub Bachchu is the rock legend of Bangladesh. He was a very popular and prominent rock guitarist, composer, singer, and songwriter of Bangladesh. Ayub Bachchu was the founder of the famous Bangladeshi rock band LRB. He was also the lead singer and the lead guitarist of LRB. He was born on 16 August 1962 in Chittagong, Bangladesh. His father’s name is Mohammad Ishaque Chowdhury and his mother’s name is Nurjahan Begum. He was the elder son of his parents. Ayub Bachchu is the legendary name in the history of Bangladeshi Band Music and this legendary singer passed away on 18 October 2018.

In his career, Ayub Bachchu sang lots of songs. Some of the best songs of Ayub Bachchu are Shei Tumi, Hashte Dekho, Ek Akash Tara, Ural Debo Akashe, Amar Bangladesh, Kosto Pate Valobashi, Ferari Mon, Meye Tumi Ki Dukkho Ceno, Akhon Onek Raat, Rupali Guitar, etc.          

List Of Best Songs Of Ayub Bachchu With Lyrics

1. Shei Tumi

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি

ও বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে

চল বদলে যাই…

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি.. ক্ষমা করে দিও আমায়..

কত রাত আমি কেদেছি

বুকের গভীরে কষ্ট নিয়ে

শূন্যতায় ডুবে গেছি আমি

আমাকে তুমি ফিরিয়ে নাও

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

যতবার ভেবেছি ভুলে যাবো

তারও বেশি মনে পড়ে যায়

ফেলে আশা সেই সব দিনগুলো

ভুলে যেতে আমি পারি না

তুমি কেন বোঝনা

তোমাকে ছাড়া আমি অসহায়

আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে

আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে

তুমি ক্ষমা করে দিও আমায়

সেই তুমি কেন এত অচেনা হলে

সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

কেমন করে এত অচেনা হলে তুমি

কিভাবে এত বদলে গেছি এই আমি

2. Hashte Dekho

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

আমার সুরের বুকে কান্না লুকিয়ে থাকে

আমার চোখের কোণে নোনা ছবি আঁকে,

আমার গল্প শুনে হয় আলোকিত উৎসব

গল্প শেষে আমি আঁধারের মতো নীরব,

নিজেকে ঢেলে আমি কত সুখ দিলাম ..

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

আমার গানে আঁকা নির্ঘুম অনেক প্রহর

আমায় চেনে জোনাকি ছেড়ে নীরব শহর,

ডাকার কথা যাদের ডাকেনি কেউ কাছে

নিঃসঙ্গ এই আমি পুড়েছি মোমের আঁচে,

আমার মাঝে আমি যেন শুধু লুকাই ..

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

হাসতে দেখো, গাইতে দেখো

অনেক কথায় মুখর আমায় দেখো,

দেখো না কেউ হাসি শেষে নীরবতা।

বোঝে না কেউ তো চিনলো না

খোঁজে না আমার কি ব্যথা,

চেনার মতো কেউ চিনলো না

এই আমাকে।

3. Ek Akash Tara

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

পুরো জোছনা তুই একা পোহাস নে

সঙ্গে নিস রে তুই মোরে

পুরো জোছনা তুই একা পোহাস নে

সঙ্গে নিস রে তুই মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

হৃদয় নায়ে চড়বি যখন

বৈঠা দিসরে তুই মোরে

ভাসবো না হয় দুজন মিলে

স্বপ্ন লোক চল সুখের ঘোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

দু: খের বোঝা বইবি যখন

স্মরণ করিস রে তুই মোরে

আসবো ছুটে তোর কাছে

যেখানে থাকি আমি… যত দূরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

এক আকাশের তারা তুই একা গুনিস নে

গুনতে দিস তুই কিছু মোরে

ওরে সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

সব ভালো তুই একা বাসিস নে

একটু ভালোবাসতে দিস মোরে

4. Ural Debo Akashe

অভিলাসী আমি, অভিমানী তুমি

হাজারও সপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে

পৃখিবীতে বসে আছি সংসার সাজিয়ে

জানে অন্তর্যামী

কেবা আগে পরে

সবাইকে একা করে চলে যাবো অন্ধ ঘরে

এই শহর গাড়ী বাড়ী কিছুই যাবে না

আর কত এভাবে আমাকে কাদাবে

আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না

আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

অহংকারী মানুষ, উড়ায় রঙ্গিন ফানুস

টাকা ছাড়া তার দৃষ্টিতে

নেই কিছু আর পৃথিবীতে

জায়গা জমি কিনতে শুধু থাকে সে বেহুশ

জমিদার শুধু জানে

সব ব্যাটা তারে মানে

পৃথিবীটা তার দখলে সব কিছু তার কবলে

এক নিশ্বাসের বিশ্বাস নাই জমিদার কি জানে

আর কত এভাবে আমাকে কাদাবে

আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না

আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

যখন যাবে চলে, কাকে যাবে বলে

কেউ যাবেনা সংগী হয়ে,

পার পাবেনা পালিয়ে গিয়ে

সব কিছু শুধু ঘটে যাবে চোখের পলকে

হেরে যাবো আমি

হেরে যাবে তুমি

তাই বলে কেউ না জেনে

ব্যাথা দিয়োনা কারে মনে

কারো মনে দুঃখ দিয়ে সুখতো পাবে না

আর কত এভাবে আমাকে কাদাবে

আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

এই বুকে যন্ত্রনা বেশী সইতে পারি না

আর বেশী কাদালে উড়াল দেব আকাশে

5. Amar Bangladesh

তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা

তুমি ছন্দের অন্ত্যমিল

তুমি বর্ষার প্রথম বৃষ্টি

তুমি পদ্ম ফোটা ঝিল

তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে

বন্ধনের রাখী

তুমি কষ্টের নিভৃত কান্নায়

ভরা যন্ত্রণার সবই

তুমি শীর্ষ অনুভূতির পরে

শূন্যতার বোধ

তুমি আলতো স্পর্শে প্রিয়ার চাহনি

গুমড়ে থাকা ক্রোধ

তুমি ভোর রাত্রির প্রার্থনা

তুমি চেনা নদীর ঢেউ

তুমি সুখের সেই দিনগুলো শেষে

হারিয়ে যাওয়া কেউ

তুমি ভ্রান্তি নয় বাস্তবতার

শূন্য ভাতের থালা

তুমি ক্রোধ ঘৃনার ব্যাকরণে

বিবেকের বন্ধ তালা

তুমি সংঘাত আর প্রতিঘাতের

অস্থির রাজপথ

তুমি আজ ও আগামীর মাঝে

বেদনার নীল ক্ষত

তুমি চাওয়া না পাওয়ার ফাকে

অসম সমীকরণ

তুমি অবুঝ রাগী প্রজন্মের

হৃদয়ে রক্তক্ষরণ

তুমি তারুণ্যের চোখের কোণে

বিষণ্ণতার বাস

তুমি বুড়ো খোকাদের ইচ্ছেমত

ভুলের ইতিহাস

তুমি উদ্ধত মিছিলের স্রোতে

গর্বিত মুখ

তুমি ভুল নায়কের হাতছানিতে

মায়ের শূন্য বুক

6. Kosto Pate Valobashi

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা

আলোকিত হাসি নয়

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা

আলোকিত হাসি নয়।

আশা নয়

না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি।

বুকের এক পাশে রেখেছি

জলহীন মরুভূমি

ইচ্ছে হলে যখন তখন

অশ্রুফোঁটা দাও তুমি

তুমি চাইলে আমি দেবো

অথৈ সাগর পাড়ি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি।

যখন আমার কষ্টগুলো

প্রজাপতির মত উড়ে

বিষাদের সবকটা ফুল

চুপচাপ ঝরে পড়ে

আমার আকাশ জুড়ে

মেঘে ভরে গেছে ভুলে

আমি কষ্ট পেতে ভালোবাসি তাই

তোমার কাছে ছুটে আসি

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি।

কোনো সুখের ছোঁয়া পেতে নয়

নয় কোনো নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা

আলোকিত হাসি নয়

কোন সুখের ছোয়া পেতে নয়

নয় কোন নতুন জীবনের খোঁজে

তোমার চোখে তাকিয়ে থাকা

আলোকিত হাসি নয়।

আশা নয়

না বলা ভাষা নয়

আমি কষ্ট পেতে ভালোবাসি

তাই তোমার কাছে ছুটে আসি

7. Ferari Mon

ফেরারী এই মনটা আমার

মানে না কোনো বাধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারেবার। (x2)

কখনো ভাবিনি আমি,

ব্যাথা দিয়ে তুমি চলে যাবে

কি জানি কি ভুল ছিল আমার,

আমাকে কেনো গেলে কাঁদিয়ে

তাই আমি ফিরে আসি বারেবার

ফেরারি এই মনটা আমার

মানে না কোনো বাধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারেবার।

যে পথে হারিয়েছি তোমায়,

সেই পথে খুঁজে আমি যাবো

অভিমান করে থেকো না,

অপবাদ দিয়ে যেও না

তাই আমি ফিরে আসি বারেবার।

ফেরারি এই মনটা আমার

মানে না কোনো বাধা

তোমাকে পাওয়ারই আশায়

ফিরে আসে বারেবার। (x2)

8. Meye Tumi Ki Dukkho Ceno

মেয়ে তুমি কি দুঃখ চেনো

চেনো না

মেয়ে তুমি কি আকাশ চেনো

চেনো না

তবে চিনবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি ঝড় কি বোঝো

বোঝো না

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি রাত কি বোঝো

বোঝো না

তবে বুঝবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি পথ কি চেনো

চেনো না

মেয়ে তুমি পথিক চেনো

চেনো না

তবে খুঁজবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি কি দুঃখ চেনো

চেনো না

মেয়ে তুমি ঝড় কি বোঝো

বোঝো না

তবে বুঝবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান

মেয়ে তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার

তবে ভুলবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি কি দুঃখ চেনো

চেনো না

মেয়ে তুমি কি আকাশ চেনো

চেনো না

তবে চিনবে কেমন করে এই আমাকে

তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে তুমি ঝড় কি বোঝো

বোঝো না

মেয়ে তুমি পথ কি চেনো

চেনো না

তবে বুঝবে কেমন করে এই আমাকে

তবে খুঁজবে কেমন করে এই আমাকে

9. Akhon Onek Raat

এখন অনেক রাত,

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে,

তাই আমি বসে আছি

দরজার ওপাশে, দরজার ওপাশে।

আবেগী এমন রাতে,

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যাও ,

আমায় না পেয়ে 

তাই আমি বসে আছি,

তাই আমি বসে আছি

দরজার ওপাশে, দরজার ওপাশে।

চলে যাওয়া সেই পথে,

ঝিরিঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে,

তোমায় না পেয়ে 

তাই আমি বসে আছি,

তাই আমি বসে আছি

দরজার ওপাশে, দরজার ওপাশে।

এখন অনেক রাত,

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে,

তাই আমি বসে আছি

দরজার ওপাশে, দরজার ওপাশে।  

10. Rupali Guitar

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাবো দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাবো দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

মনে রেখো তুমি

কতো রাত কতো দিন

শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন

অধরে তোমার ফোঁটাতে হাসি

চলে গেছি আমি

সুর থেকে কত সুরে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাবো দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

শুধু ভেবো তুমি

অপরাধ ছিল কার

কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন

বেদনা আমার হয়েছে সাথী

চলে গেছি আমি

কোন স্মৃতি পুরে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাবো দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে

এই রুপালি গিটার ফেলে

একদিন চলে যাবো দুরে, বহুদূরে

সেদিন চোখে অশ্রু তুমি রেখো

গোপন করে